![]() |
মিষ্টি জান্নাত |
যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি মুক্তির পর নিজেকে বেশ বদলে ফেলছেন মিষ্টি। নিয়োমিত জিম করে শারীরিক ভাবে নিজেকে ফিট করছেন। ইতোমধ্যে নিজের ওজন কমিয়ে বেশ নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টায় আছেন এই নায়িকা। যা তার ফেসবুক ওয়ালে ঘুরলেই দেখা যায়।তবে এসব খবরই পুরনো। নতুন খবর হলো নায়িকার পাশাপাশি নতুন আরো এক তকমা যুক্ত হলো তার নামের পাশে। মিষ্টি জান্নাত রাজধানীর শিকদার মেডিকেলে পড়াশোনা করতেন। সেখান থেকেই ডাক্তার হয়ে বের হলেন তিনি। বৃহস্পতিবার প্রকাশ হয়েছে তার পরীক্ষার ফলাফল।
একান্ত আলাপ কালে মিষ্টি জান্নাত বলেন, কাজের পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যেতে বেশ কষ্ট হয়েছে। তবে অবশেষে সেই কষ্ট সার্থক হয়েছে আমার। আমার মা আমার থেকে বেশী খুশি। আর মায়ের খুশিই আমার খুশি।
মিষ্টি জান্নাত অভিনীত এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা চারটি। লাভ স্টেশন ছবিতে জুটি বেঁধে ছিলেন নায়ক বাপ্পীর সাথে। চিনি বিবি ছবিতে জুটি বেঁধে ছিলেন নায়ক জয় চৌধুরীর সাথে ও তুই আমার ছবিতে কাজ করেছেন নায়ক সাইমন সাদিকের সাথে। তাছাড়া যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুই আমার রানি’ চলচ্চিত্র মিষ্টি জুটি বেঁধেছেন কলকাতার নায়ক সূর্যর সাথে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।