
সেবা ডেস্ক: থানায় অভিযোগ জানায় ওই ধর্ষিত কিশোরী। কিশোরীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিশ। এরপরই স্তম্ভিত হয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কারণ, কিশোরীর ওপর শারীরিক নির্যাতন চালানো অভিযুক্ত কোনও যুবক নয়, বরং পুরুষের ছদ্মবেশে থাকা এক তরুণী!
চমকে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধপ্রদেশের প্রকাশম জেলায়। অভিযুক্ত তরুণীর নাম সুমলতা। সুমলতাই পুরুষ সেজে সাই রমেশ রেড্ডি নামে ওই কিশোরীর সঙ্গে আলাপ জমায়। পরে সুযোগ বুঝে ধ’র্ষণ করে ওই কিশোরীকে।
কিন্তু ওই যুবতী কিশোরীটিকে ধ’র্ষণ করল কী করে?
স্থানীয় পুলিশের ডেপুটি কমিশনার বি রবি চন্দ্র জানান, পুরুষের ছ’দ্মবেশে থাকা সুমলতা সে’ক্স ট’য়ের সাহায্যে শারীরিক সম্পর্ক তৈরি করে ওই কিশোরীকে ধ’র্ষণ করেছে।পুলিশ জানায়, সুমলতা পুরুষের কণ্ঠস্বরে কথা বলায় পটু। তাই সহজেই পুরুষের ছ’দ্মবেশে মেয়েদের সঙ্গে আলাপ করত সে।ত’দন্তে জানা গেছে, স্থানীয় এক সিম কার্ড বিক্রেতার কাছ থেকে ওই কিশোরীর মোবাইল নম্বর সংগ্রহ করে সুমলতা। ঘটনায় ভামসি কৃ’ষ্ণ নামের ওই সিম কার্ড বিক্রেতাকেও গ্রে’ফতার করেছে পুলিশ।
ত’দন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অ’ভিযুক্ত তরুণী বিবাহিত। স্ত্রীর অ’পকর্মের কথা জানতে পেরে আ’ত্মঘাতী হয়েছেন ওই তরুণীর তৃতীয় স্বামী। আপাতত পুলিশের হে’ফাজতেই রয়েছে ছ’দ্মবেশী সুমলতা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।