
সেবা ডেস্ক: গত ১ জানুয়ারি শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় চারদিন বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মেলাটি ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হলো ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ক আক্তার ফার্নিচারের চেয়ারম্যান কেএম আক্তারুজ্জামানের নেতৃত্বে সম্মিলিতভাবে মেলার সময় ৭ দিন বাড়ানোর দাবি জানানো হয়েছিল।
তাদের দাবির পরিপ্রেক্ষিতে আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো সময় বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠায়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।