যে উপায়ে কাটাবেন হিন্দি সিরিয়ালের আসক্তি

S M Ashraful Azom
0
যে উপায়ে কাটাবেন হিন্দি সিরিয়ালের আসক্তি
সেবা ডেস্ক: বর্তমান যুগে জনপ্রিয় হিন্দি সিরিয়ালগুলো সবারই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে। তবে এক্ষেত্রে নারীরা এগিয়ে আছে। সারাদিন হিন্দি সিরিয়াল নিয়ে পড়ে থাকতে দেখা যায় অনেক নারীকেই।

আর এসব নিয়ে পারিবারিক কলহেরও শেষ থাকে না। বড়দের সঙ্গে সঙ্গে শিশুদেরও এসব সিরিয়ালে আসক্তি বাড়ছে। মাদকাসক্তির মতই ভয়াবহ এবং ক্ষতিকর এই আসক্তি। যদিও অনেকে এই আসক্তি কাটানো অনেকটা কঠিন বলেই মনে করেন, তারপরও কিছু উপায় আছে যা বেশ কার্যকর। তবে এক্ষেত্রে এক এক জনের আসক্তি কাটানোর পদ্ধতি এক এক রকম। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়গুলো- 

পরিবারের শিশুদের আসক্তি কমাতে করণীয়

পরিবারে শিশু সদস্যরা যদি হিন্দি সিরিয়ালে আসক্ত হয়ে পড়ে, তবে তা তাদের ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই হিন্দি সিরিয়াল দেখার সময়টিতে তাদের জন্য প্রাইভেট টিউটর আসার সময় নির্ধারণ করে দিন। এতে সিরিয়াল দেখার সময় পাবে না এবং পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে।

তাছাড়াও সিরিয়াল চলাকালীন সময়টিতে যদি সুযোগ থাকে তবে তাদেরকে বাইরে খেলতে যেতে আগ্রহী করে তুলুন। আরো একটি কাজ করতে পারেন, তা হলো রাতে সিরিয়ালের সময়টিতে পরিবারের সবাই একসঙ্গে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে সবার সঙ্গেই শিশুদের সম্পর্ক সুন্দর হয়ে উঠবে। এরপরও যদি আসক্তি না কাটে তবে টিভির রিমোট নিজের কাছে রাখুন অথবা ডিসের লাইন কেটে দিন।

স্ত্রীর আসক্তি কমাতে করণীয়

পরিবারের সব সদস্যদের একসঙ্গে রাখার অনেক বড় একটি দায়িত্ব পালন করে আপনার স্ত্রী। তাই তার আসক্তি কাটাতে অবশ্যই আপনাকে অনেক ধৈর্য্যশীল হতে হবে। এক্ষেত্রে তার প্রতি রাগ বা বকাঝকা করাটা বোকামি হবে। ঠাণ্ডা মাথায় তাকে বোঝাতে হবে যে, এই আসক্তি তার ও পরিবারের জন্য ক্ষতিকর।

এরপরও যদি না বোঝে তবে কৌশলে টিভির সিরিয়ালের চ্যানেলগুলো বন্ধ করে দিতে পারেন। সেটাতেও যদি কাজ না হয়, তবে তাকে সৃজনশীল কোনো কোর্সে ভর্তি করে দিন। সঙ্গে আপনিও থাকুন। সিরিয়ালের সময়টাতে সে যদি অন্য কাজে ব্যস্ত থাকে, তবে ধীরে ধীরে আসক্তি কেটে যাবে।

পরিবারের বয়স্কদের আসক্তি কমাতে করণীয়

পরিবারের বয়স্ক সদস্যরা সিরিয়ালের প্রতি আসক্ত হলে বারে বিপদ। সারাদিন বসে বসে সিরিয়াল দেখলে তাদের মন বা শরীর সব কিছুরই ক্ষতি হতে থাকে। তাই সিরিয়ালের সময়টিতে তাকে নিয়ে হাঁটতে বের হোন, এতে তার সঙ্গে সঙ্গে আপনার শরীরও ভালো থাকবে। এছাড়াও সিরিয়ালের সময়টাতে তার সঙ্গে পরিবারের সবাই মিলে গল্প করতে পারেন। অথবা ভালো কোনো সিনেমা দেখতে তাকে আগ্রহী করে তুলতে পারেন।

আজকাল বয়স্ক মানুষদের জন্য বিভিন্ন ক্লাব করা হয়েছে। আসক্তি কাটাতে তাকে সেগুলোর মেম্বার করে দিতে পারেন। এতে তার সময় কাটাতে কষ্ট হবে না, বরং সে আনন্দেই থাকবে।

নিজের আসক্তি কমাতে করণীয়

সব থেকে কঠিন কাজটি হচ্ছে নিজের আসক্তি কাটানো। তবে অসম্ভব কিছু না। আসক্তি কাটাতে আপনি আপনার প্রিয়জনের সাহায্য নিতে পারেন। তাকে বলতে পারেন আপনাকে সময় দিতে। তাছাড়া এসময় সন্তান্দের পড়াশোনায় সাহায্য করার মাধ্যমে ব্যস্ত থাকতে পারেন।

এছাড়াও সিরিয়ালের সময়টিতে পরিবারের সবার জন্য রান্না করতে পারেন। ঘর গোছাতে পারেন। তাছাড়া আপনার যদি অন্য কোনো সৃজনশীল গুণ থাকে, তবে এই সময়টিতে তা কাজে লাগাতে পারেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top