
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের মাতা রোকেয়া বেগম (৭৬) গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুমার প্রথম জানাযা নামাজ গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। আ ৩ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের পর দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
মরহুমার একমাত্র ছেলে সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত তার মায়ের রূহের মাগফিরাত কামনায় বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন।
রোকেয়া বেগমের মৃত্যুতে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, সাবেক ভিপি আবদুল হালিম মন্ডল, সাবেক জিএস জাহিদুল ইসলাম প্রিন্স গভীর শোক প্রকাশ করেছেন ও মরহুমার রূহের মাগফিরাত কামনা করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।