কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী মারা গেছেন

S M Ashraful Azom
0
কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী মারা গেছেন
সেবা ডেস্ক: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী মারা গেছেন। তিনি কবির বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী ছিলেন।

বুধবার ঢাকার বনানীর বাড়িতে গুরুতর অসুস্থ হওয়ায় রাত সাড়ে ৮টায় ইউনাইটেড হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, উমা কাজীর বয়স হয়েছিল ৮৩ বছর। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

ইউনাইটেড হাসপাতালের জন সংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ জানান, উমা কাজীকে রাত সাড়ে ৮টায় ইমার্জেন্সি বিভাগে আনা হলে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

তার মেয়ে খিলখিল কাজী গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তার মাকে সমাহিত করা হবে। তবে দাফনের আগে কলকাতা সফররত বোন মিষ্টি কাজীর জন্য অপেক্ষা করার কথাও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতীয় কবির মর্যাদা দিয়ে কাজী নজরুল ইসলামকে কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেসময় বড় ছেলে কাজী সব্যসাচীসহ তার পরিবার সদস্যরাও বাংলাদেশে চলে আসেন। ১৯৭৬ সালে কবির মৃত্যুর মাত্র তিন বছরের মাথায় ১৯৭৯ সালে কাজী সব্যসাচীও মারা যান। এরপর মেয়েদের বড় করার দায়িত্ব ছিল উমা কাজীর। ঢাকার বনানীতে স্থায়ীভাবে বসবাস করছিলেন তারা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top