বাঁশখালীতে লোহার পাইপবহনকারী গাড়ী উল্টে শ্রমিক নিহত

S M Ashraful Azom
0
বাঁশখালীতে লোহার পাইপবহনকারী গাড়ী উল্টে শ্রমিক নিহত
লোহার পাইপবহনকারী গাড়ী উল্টে গিয়ে নিহত মু. হেলালের ছবি
শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি এলাকায় গ্যাসলাইনে লোহার পাইপ বহনকারী গাড়ী উল্টে গিয়ে ঘটনাস্থলে কর্মরত একজন শ্রমিক নিহত ও অপর একজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (২৬ জানুয়ারী) সন্ধ্যা ৭টার সময় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মুহাম্মদ হেলাল (২০) চকরিয়া উপজেলার টৈটং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধনিয়া পাড়া গ্রামের পূর্ব-ধনিয়া পাড়ার সাগরের পুত্র। গুরতরভাবে আহত অপরজন আহমদ কবির (২৫) একই এলাকার জাফর আহমদের পুত্র বলে জানা যায়।

স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, লোহার পাইপবহনকারী একটি গাড়ী বাহারছড়ার চাপাছড়ি এলাকায় উল্টে গিয়ে ঘটনাস্থলে চাপা পড়ে একজন নিহত হয় ও অপরজন গুরুতরভাবে আহত হয়। তাদের উভয়কে বাঁশখালী উপজেলার গুনাগরিস্থ বাঁশখালী মা-শিশু জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। তারা উভয়েই গ্যাসলাইনে দিন মজুরে শ্রমিকের কাজ করে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বাঁশখালী মা-শিশু জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. জায়েদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই হেলাল নামের শ্রমিকের মৃত্যু হয়েছে। অহত আহমদ কবির নামে একজনকে অাশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।



 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top