
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের ব্রহ্মপুত্র সেতুর নিকট ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি অটো রিক্সার যাত্রী চাঁন মিয়া ওরফে টাকী মিয়া (৪০) নিহত হন এবং আরও তিন যাত্রী আহত হয়। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ১৯ ফেব্র“য়ারী বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সিএনজি চালিত অটোরিক্সাটি শেরপুর থেকে যাত্রী নিয়ে জামালপুর যাচ্ছিল। জামালপুর পৌছার আগ মুহুর্তে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের ব্রহ্মপুত্র সেতুর কাছে কুলুরচর নামক স্থানে পৌঁছলে জামালপুর থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সিএনজি অটো রিক্সাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সীমার পাড় গ্রামের আবুল হোসেনের ছেলে চাঁনমিয়া ওরফে টাকি মিয়া নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত বাকী তিনজন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা করছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।