মাত্র ১০দিনে হাসপাতাল বানালো চীন: ফটো ফিচার

S M Ashraful Azom
0
মাত্র ১০দিনে হাসপাতাল বানালো চীন: ফটো ফিচার
সেবা ডেস্ক: গণ চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নোবেল করোনাভাইরাস এরই মধ্যে ১৭ হাজারের বেশি মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে। এদের বেশিরভাগ হচ্ছে চীনে। এ ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থলেই মাত্র ১০ দিনে তৈরি করা হাজার শয্যার হাসপাতালটি চালু হয়েছে সোমবার।
China builds hospital in just 10 days: Photo feature
গত মাসের শেষের দিকে চীন ঘোষণা দেয় যে, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য দুটি হাসপাতাল দশদিনের মধ্যে নির্মাণ করা হবে। ঘোষণার পরপরই পুরোদমে হাসপাতাল দুটি নির্মাণের কাজ শুরু হয়।

হাসপাতাল নির্মাণের ঘোষণা দেয়ার পর থেকে প্রায় চার হাজার শ্রমিক ধাপে ধাপে দিন-রাত মিলিয়ে কাজ করছেন। নির্মাণক্ষেত্রে শতাধিক ভারী মেশিন ব্যবহৃত হয়েছে।
China builds hospital in just 10 days: Photo feature
এর মধ্যে হওশেনশান হাসপাতালটি ২৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত হয়েছে। এতে এক হাজারের বেশি বেড রয়েছে। হাসপাতাল কমপ্লেক্সে বেশ কয়েকটি ডাইনিং হল ও ডর্মেটরিও তৈরি করা হয়েছে।
China builds hospital in just 10 days: Photo feature
কর্তৃপক্ষ হাসপাতালের নকশা করতে পাঁচ ঘণ্টা সময় ব্যয় করে ও ২৪ ঘণ্টার মধ্যে নকশার ড্রাফট তৈরি করে। চীনের তিনটি নির্মাণ কোম্পানি যৌথভাবে হওশেনশান হাসপাতালটি তৈরি করেছে।
China builds hospital in just 10 days: Photo feature
হাসপাতালটিতে এক হাজার ৪০০ স্টাফ রোগীদের সেবা দেবেন। তারা সবাই সেনা ও বিমান বাহিনী মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্টাফ। সোমবার থেকে তারা তাদের কাজ শুরু করেন।
China builds hospital in just 10 days: Photo feature
অপর লেইশেনশান হাসপাতালটিতে থাকবে ১ হাজার ৬০০ এরও বেশি বেড। এটি প্রায় ৭৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত হচ্ছে। হাসাপাতালটি ৬ ফেব্রুয়ারি উদ্বোধন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
China builds hospital in just 10 days: Photo feature
এছাড়া করোনাভাইরাস প্রতিরোধী পোশাক তৈরি করতেও নিরলস কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্টরা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top