
সেবা ডেস্ক: আজকের সকালের হঠাৎ ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট।
সোমবার সকালে শাহ আমানতে ভিজিবিলিটি ৮০০ মিটারের কম হওয়ায় ফ্লাইটগুলো নামে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, সকাল ৯টা পর্যন্ত ভিজিবিলিটি ছিল ৮০০ মিটারের কম। তাই শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া, মাসকাট ও দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ, দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট শাহ আমানতে অবতরণ করতে পারেনি। দুর্ঘটনা এড়াতে ফ্লাইটগুলো শাহজালাল বিমানবন্দরে পাঠানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।