
সেবা ডেস্ক: দেশের চলচ্চিত্র নির্মাণের জন্য প্রতি বছর বাংলাদেশ সরকার থেকে ১০ কোটি টাকা অনুদান দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগে যেখানে অনুদান দেয়া হতো ৫ কোটি টাকা, এ বছর থেকে সেটা ১০ কোটি টাকা দেয়া হবে। নীতিমালাও পরিবর্তন করতে যাচ্ছি। চূড়ান্তও হয়ে যাচ্ছে। প্রতি বছর এ অনুদান দিয়ে ১৫ থেকে ১৬টি চলচ্চিত্র নির্মিত হবে।
তবে যে অনুদানের ছবিগুলো বানানো হবে সেগুলোকে হলে মুক্তি দিতে হবে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, আগে অনুদানের ছবিগুলো হলে মুক্তি না দিয়ে আরেকজনের কাছে বিক্রি করে দিতো। যেখানে হলে কোনো সিনেমা মুক্তি পেতো না।
তিনি আরো বলেন, অনেক হল বন্ধ হয়ে গেছে। আর হল না থাকলেতো চলচ্চিত্র থাকবে না। হল বাঁচলে চলচ্চিত্র বাঁচবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।