করোনা ভাইরাসের চিকিৎসায় চীনের মতো হাসপাতাল হচ্ছে ঢাকায়

S M Ashraful Azom
করোনা ভাইরাসের চিকিৎসায় চীনের মতো হাসপাতাল হচ্ছে ঢাকায়

সেবা ডেস্ক: সারা বিশ্বে ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় চীনের উহান শহরে নির্মিত লেইশেনশান হাসপাতালের আদলে দেশে তৈরি হচ্ছে হাসপাতাল। রাজধানীর তেজগাঁওয়ে অস্থায়ী এ হাসপাতালটি তৈরি করা হচ্ছে।
জানা গেছে, দেশের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন নিজ উদ্যোগে এই হাসপাতাল তৈরি করছেন। তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে এই অস্থায়ী হাসপাতাল তৈরি হচ্ছে।

জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ শেষ হবে। সেই সঙ্গে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানো হবে। এরপর বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে।

এ প্রসঙ্গে শেখ বশির উদ্দিন বলেন, হাসপাতাল নির্মাণে খুবই ব্যস্ত সময় পার করছি। দেশের এ ক্রান্তিকালে কথার চেয়ে কাজ করাই বেশি উত্তম। তাই আগে কাজটা শেষ করতে চাই। সবার সহযোগিতা চাই।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষে দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত দেশে ৪৮ জন আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ৫ জনের। বিশ্বে মৃত্যুর সংখ্যা এরইমধ্যে ২৫ হাজার ছাড়িয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top