
মাহফুজ রহমান, জয়পুরহাট: জয়পুরহাটের মডেল প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে এ বনভোজন হয়েছে। এটি ছিল জয়পুরহাট মডেল প্রেস ক্লাবের প্রথম বনভোজন।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী এ বনভোজনে নেতৃত্ব দেন জয়পুরহাট মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার।
বনভোজনে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, কোষাধক্ষ রনি আকন্দ, দপ্তর সম্পাদক আরাফাত আজিজ , কার্যনির্বাহী সদস্য ইন্দোবাংলা নিউজের সম্পাদক মাহফুজ রহমান, সুলতান মাহমুদ, রুহুল আমিন প্রমুখ।
বনভোজন শেষে সভাপতি মোঃ হাসানুজ্জামান মিঠু বনভোজনে অংশ নেয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।