
মো. শাহ্ জামাল, জামালপুর সংবাদাদাতা: জামালপুরের সরিষাবাড়ীতে নারী ও শিশু নির্যাতন মামলায় শশুর-শাশুড়ী ও চাচা শশুরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের নিজবাড়ি থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে জাকিরুল ইসলাম রবিনের সাথে ছয়মাস আগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড় গ্রামের রফিকুল ইসলামের মেয়ে আসমা বেগমের (২০) বিয়ে হয়।
বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে গৃহবধূ আসমা বেগমের ওপর শশুরবাড়ির লোকজন নির্যাতন শুরু করে। তাদের মারধরে গুরুতর আহত হয়ে ওই গৃহবধূ কিছুদিন আগে বাবার বাড়ি নাটুয়ারপাড়ায় চলে যান। পরে কাজিপুর থানায় তিনি বাদি হয়ে স্বামী জাকিরুল ইসলাম রবিন, শশুর মোস্তাফিজুর রহমান, শাশুরি জুলেখা বেগম, চাচা শশুর রফিকুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
ওসি মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় তাদেরকে আটক শেষে জেল হাজতে প্রেরণ করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।