![]() |
| উদ্ধারকৃত মর্টারশেল |
বুধবার সন্ধ্যায় বকশীগঞ্জে সূর্যনগর গ্রাম থেকে মটাসেল দুটি উদ্ধার করা হয়।
বকশীগঞ্জের সূর্যনগর গ্রামে একটি গনেরিয়া গাছের নিচে মর্টারশেল দুটি দেখতে পায় স্থানীয়রা।
পরে পুলিশের জুরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয় ওই এলাকার মানুষ। সন্ধ্যায় তথ্যানুযায়ী মাটির নিচ থেকে মর্টারশেল দুটি উদ্ধার করে থানায় নেয় পুলিশ।
ধারনা করা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় এ গুলো ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল।ফলে এখন পরিত্যক্ত অবস্থায় সে গুলো পাওয়া যায়।
বকশীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, মর্টারশেল ২টি উদ্ধারের পর নিরাপদ দুরত্বে রাখা হয়েছে। ইতোমধ্যে পুলিশের বোমা নিস্ক্রীয় বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মটারশেল দুটি কি অবস্থায় আছে তা জানা যাবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।