
গাইবান্ধা জেলা প্রতিনিধি: ‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ ৫ মার্চ বৃহস্পতিবার গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গি জাহান প্রমুখ। এতে নারীদের সেবা প্রদানে গঠিত এনজিও ,বিভিন্ন সংগঠনের সদস্যরা পৃথক পৃথক ব্যানার নিয়ে নারী অধিকার আদায়ে নানা শ্লোগানে অংশ গ্রহন করে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।