মুমূর্ষু মোকাবিলায় ভূমিকা রাখবে বাংলাদেশের তৈরি ‘স্পন্দন’

S M Ashraful Azom
মুমূর্ষু মোকাবিলায় ভূমিকা রাখবে বাংলাদেশের তৈরি ‘স্পন্দন’
সেবা ডেস্ক: মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশে প্রথম ভেন্টিলেটর বা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস মেশিন তৈরি করলেন বাংলাদেশের ডা. কাজী স্বাক্ষর এবং ইঞ্জিনিয়ার বায়েজীদ শুভ। দেশে তৈরি এই ভেন্টিলেটরের নাম দেয়া হয়েছে ‘স্পন্দন’।

এর মাধ্যমে টাইডাল ভলিউম (tidal volume), আইই রেশিও (IE ratio), পিক ফ্লো (peak flow), অ্যাপনিয়া (apnea), প্রেশার (pressure), রিসপাইরেটরি রেট (respiratory rate) রোগীর শ্বাস সেন্সর সবই নিখুঁতভাবে করা যায় বলে দাবি করেছেন তারা।

এই কৃত্রিম শ্বাসপ্রশ্বাস মেশিনটি বানাতে তাদেরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এ এফ কিংশুক এবং আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাজবিরুল হাসান কাব্য।

এছাড়া পরামর্শ ও সার্বিক সহযোগিতা করেছেন- ডা. আসিফ উর রহমান, ডা ফরহাদ উদ্দীন হাসান চৌধুরী মারুফ, এম তোফাজ্জল আলি, কাজী মনসুর উল হক, ফাহিম আহমেদ, আকিফ মুন্তাসির ও সোহেল রানা।

করোনাভাইরাস মোকাবিলায় ডা. স্বাক্ষর এবং ইঞ্জিনিয়ার বায়েজিদের তৈরি এই ভেন্টিলেটর মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে ভূমিকা রাখবে বলে আশাবাদী চিকিৎসকরা।

ভিডিও নিউজ

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top