নালিতাবাড়ী থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

S M Ashraful Azom
নালিতাবাড়ী থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মোখছেদ মিয়া (৩৬) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার খলাভাঙ্গা গ্রামের কালাগাঙ্গ এলাকার নিজ বাড়ির বাশঁ ঝাড় থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, খলাভাঙ্গা গ্রামের মোখছেদ মিয়ার স্ত্রী সুরাইয়াকে নিয়ে স্বপরিবারে নারায়নগঞ্জের একটি ইটভাটায় কাজ করতেন। গত বুধবার রাতে মোখছেদ মিয়া স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে আসেন। বৃহস্পতিবার বাড়িতে কাজ শেষে রাতে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক বারোটার দিকে স্ত্রী ও কন্যা প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে ঘরের দরজা খোলা দেখেন। পরে বাইরে বেড়িয়ে ঘরের সামনে সামান্য পূঁতে রাখা একটি বাঁশের খন্ডাংশে মোখছেদ মিয়াকে হাটু গেড়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় তারা কান্নাকাটি করলে আশপাশের লোকজন ও স্বজনেরা ছুটে আসেন। খবর পেয়ে শুক্রবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তবে মোখছেদ মিয়ার স্বজনরা জানান, কিছু দিন যাবত তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। পরিবারের কারো সাথে বনিবনা না হওয়ায় মোখছেদ তার স্ত্রীকে নিয়ে আলাদা বাড়ি করেন। ফলে তারা এ ঘটনাকে আত্মহত্যা বলতে নারাজ। মোখছেদ এর বোন ফাতেমা বেগম (৪৫) ও ভাতিঝি (২৩) রূপালী জানান, এভাবে হাটু গেড়ে কেউ আত্মহত্যা করতে পারে না। তবে কিছুদিন যাবত মোখছেদ মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল বলেও জানান তারা।

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই রিপন চন্দ্র সরকার জানান, মরদেহ ময়ানা তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে। আপাতত অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top