
সেবা ডেস্ক: জামালপুরে বিয়ের প্রস্তাব দেওয়ায় অটোরিকশা চালককে মারধর ও পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। কন্যা পক্ষের লোকজনের উপর অভিযোগের আঙ্গুল তুলেছে নিহতের স্বজনরা। সদর উপজেলার দোয়ানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাম সোহাগ মিয়া(১৮)। সে ওই গ্রামের মৃত নুরুল শেখের পুত্র।
সোহাগের মা কাঞ্চন বেগমের অভিযোগ, একই গ্রামের রফিকুল ইসলাম শ্যামল মিয়ার কন্যা উর্মী সাত দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরে। বৃহস্পতিবার বিয়ের প্রস্তাব দেয় সোহাগ।
এ নিয়ে বৃহস্পতিবার রাতে মেয়ের চাচা উজ্জলের নেতৃত্বে লোকজন দুই দফায় সোহাগকে মারধর করে। পিটিয়ে হত্যার পর তার লাশ বাড়ির পাশে জাম গাছে ঝুলিয়ে রাখে।
নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ লতিফ মিয়া জানান, খবর পেয়ে শুক্রবার সকালে র্যাব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন