
শফিকুল ইসলাম: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বেহুলারচর সীমান্ত থেকে এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতী সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার মধ্য রাতে উপজেলার বেহুলার চর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬১-৪ সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আটক গরু ব্যবসায়ী আজাহার আলী (৪২) উপজেলার বেহুলার চর গ্রামের মৃত নাডু শেখের ছেলে।
স্থানীয় ও বিজিবি সুত্র জানা যায়, শুক্রবার মধ্য রাতে ১৫-২০জনের একটি গরু ব্যবসায়ীর দল আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬১-৪ এসের কাছে কাটাতাঁরের ওপর দিয়ে গরু পারাপার করছিল। এসময় ভারতের ঝাউডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে আজাহার আলী (৪২) নামের ওই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায়।
এব্যাপারে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল এসএম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি-বিএসএফের মধ্য পতাকা বৈঠক করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তারা জানিয়েছেন আটক ব্যক্তিকে থানায় মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।