
সেবা ডেস্ক: করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার প্রেক্ষাপটে ইসলামের বিধি-বিধান অনুসরণের বিষয়ে দেশের বিশিষ্ট আলেমগণ আহ্বান জানিয়েছেন।
নির্ভরযোগ্য বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকগণের মতে, বাংলাদেশ বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি ভয়ানক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এ প্রেক্ষাপটে করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং মানুষের ব্যাপক মৃত্যুঝুঁকি থেকে সুরক্ষার জরুরি পদক্ষেপ হিসেবে সর্বপ্রকার জমায়েত বন্ধের পাশাপাশি মসজিদসমূহে জুমআ ও জামাআতে সন্মানিত মুসল্লিগণের উপস্থিতি সীমিত পরিসরে রাখার জন্য দেশের বিজ্ঞ আলেমগণ সুপারিশ করেছেন।
মসজিদ বন্ধ থাকবে না, তবে সুরক্ষা পদ্ধতি চূড়ান্ত না হওয়া ব্যক্তিগণ মসজিদে গমন করবেন না।
সরকার ও বিশেষজ্ঞগণ সতর্কতার জন্য যেসব নির্দেশনা প্রদান করেছেন তা মেনে চলার জন্য জনগণকে অনুরোধ জানিয়েছেন।
সবাইকে অপরাধমূলক কাজকর্ম থেকে বিরত হয়ে ব্যক্তিগতভাবে তওবা, ইস্তিগফার ও কুরআন তিলাওয়াত অব্যাহত রাখারও আহ্বান জানানো হচ্ছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন