
জামালপুর সংবাদদাতা: মেলান্দহে গ্রাম্য সালিশের বিরোধের জের ধরে মহিলাসহ ৬জনকে বাড়িতে এসে মারধরের মামলা দায়ের হয়েছে।
আহতরা হলো আজিজুল হক, হাসানুজ্জামান বাবু, মহসিন, ফরিদা ইয়াসমিন, আ: রাজ্জাক, হাসি বেগম। ঘটনাটি ঘটেছে ২৬ মার্চ বিকেল তিনটার দিকে খাশিমারা গ্রামে। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় রেজাউল করিম (৪৫)কে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মেলান্দহ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মামলার বিবরণে প্রকাশ, খাশিমারা গ্রামের আলতাফুর রহমান গংরা দলবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিতভাবে আজিজুল হকদের বাড়িতে ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করে মারধরসহ ভাংচুর তান্ডব চালায়। খবর পেয়ে আজিজুল হকের লোকজন মুখোমুখি হলে সংঘর্ষ হয়।
পরে আহতদের উদ্ধার শেষে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ওসি রেজাউল করিম খান জানান-ঘটনার রাতেই থানায় মামলা দায়ের হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন