
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থল বন্দর পরিদর্শন করতে এসে করোনা ভাইরাস প্রতিরোধে স্থাপিত মেডিকেল কেম্পে থার্মাল স্কেনার দিয়ে নিজের শরীরের তাপমাত্রা পরীক্ষা করলেন জামালপুরের জেলা প্রশাসক এনামুল হকসহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা নায়েব আলী ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার।
জানা যায় আজ ১৬ মার্চ সোমবার দুপুরে কামালপুর স্থল বন্দর পরিদর্শণ শেষে জামালপুর জেলা প্রশাসক এনামুল হক জানান, জামালপুরে কোভিট-১৯ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হলে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনে রেখে চিকিৎসা দেয়ার জন্য সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।
জামালপুরে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জন রোগীকে রাখার জন্য সব ব্যবস্থা রয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
