বকশীগঞ্জ পৌরসভাকে নিরক্ষরমুক্ত করার উদ্যোগ সেই মানিকের!

S M Ashraful Azom
বকশীগঞ্জ পৌরসভাকে নিরক্ষরমুক্ত করার উদ্যোগ সেই মানিকের!

বকশীগঞ্জ প্রতিনিধি : “আমি শিক্ষিত হয়ে লাভ কি, যদি আমার পাশের বাড়ির ভাই বা বোন অশিক্ষিত থাকেন। আমি প্রভাষক হয়েছি কিন্তু এলাকার মানুষ সাক্ষর দিতে জানেন না এর চেয়ে কষ্ট কি হতে পারে”।

এভাবেই নিজের অনুভূতির কথা বলছিলেন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাযিল মাদ্রাসার প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক। তার বাড়ি বকশীগঞ্জ পৌর এলাকার মালির চর নয়াপাড়া গ্রামে।

মোসাদ্দেকুর রহমান মানিক তার নিজ গ্রামকে নিরক্ষরমুক্ত করেছেন। গত ২১ ফেব্রুয়ারি তার নিজ গ্রামকে নিরক্ষর করেন।

জানা গেছে, মালিরচর নয়াপাড় গ্রামের ২৫০ জন নিরক্ষর নারী-পুরুষকে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করতে নৈশকালীন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মাত্র দুই মাসের মাথায় ২১ ফেব্রুয়ারি সকলেই অক্ষর জ্ঞান সম্পন্ন হয়। ওই দিনই মালিরচর নয়াপাড়া গ্রামকে নিরক্ষরমুক্ত গ্রাম ঘোষনা করা হয়।

শুধু নিজের গ্রামই নয় তিনি পুরো পৌরসভা এলাকাকে নিরক্ষর মুক্ত করতে ফের উদ্যোগ নিয়েছেন। তবে নিরক্ষর মুক্ত করার পাশাপাশি এলাকার ভিক্ষুকদের পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষুক মুক্ত পৌরসভা গড়ারও উদ্যোগ নিয়েছেন।

এরই লক্ষ্যে গত ১৩ মার্চ শুক্রবার মালিরচর গ্রামকে নিরক্ষর মুক্ত ও ভিক্ষুক মুক্ত করার জন্য এলাকাবাসীর সাথে মতিবিনিময় সভা করেন মোসাদ্দেকুর রহমান মানিক ও স্থানীয় সৃজনশীল তরুন ছেলেরা।

মতবিনিময় সভায় মোসাদ্দেকুর রহমান মানিক এলাকার তরুন শিক্ষিত ছেলেদের সমন্বয়ে রাত্রি কালীন পাঠদান করার মাধ্যমে নিরক্ষরমুক্ত করার ঘোষনা দেন। একই সঙ্গে প্রতিটি গ্রামের অশিক্ষিত নারী-পুরুষের তালিকা তৈরির কাজও শুরু করেছেন তার দল। পর্যায়ক্রমে প্রতিটি গ্রামকে নিরক্ষরমুক্ত করা হবে।

প্রভাষক মানিকের এই মহতি উদ্যাগকে স্বাগত জানিয়েছেন এলাকার সুশীল সমাজ।
বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, প্রভাষক মানিকের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বকশীগঞ্জ পৌর এলাকাকে নিরক্ষরমুক্ত ও ভিক্ষুকমুক্ত করার জন্য পৌরসভা থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

পৌর এলাকার সদ্য নিরক্ষর মুক্ত হওয়া মালিরচর নয়াপাড়া গ্রামের বাসিন্দা ও বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী জানান, মানিক যে উদ্যোগ নিয়েছেন তা খুবই প্রয়োজন। বর্তমান যুগে মানুষ নিরক্ষর থাকবে তা অকল্পনীয় তাই প্রভাষক মানিক প্রশংসার দাবিদার।

নিরক্ষরমুক্ত কর্মসূচির উদ্যোক্তা ও প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক জানান, যা করছি সমাজের জন্য করছি।

সবাই যদি নিজ নিজ যায়গা থেকে তার গ্রামকে নিরক্ষর মুক্ত করার উদ্যোগ নেন তাহলে অচিরেই বকশীগঞ্জ উপজেলাকে স্বাক্ষরজ্ঞান সম্পন্ন উপজেলা হিসেবে ঘোষনা করা সম্ভব।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top