শ্রীবরদীতে করোনা প্রতিরোধে পিপিই মাস্ক ও স্প্রে মেশিন বিতরণ

S M Ashraful Azom
শ্রীবরদীতে করোনা প্রতিরোধে পিপিই মাস্ক ও স্প্রে মেশিন বিতরণ

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে শেরপুরের শ্রীরবদী উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জনস্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

নেয়া হয়েছে জনসচেতনতা মূলক নানা কার্যক্রম। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঝে বিতরণ করা হয় পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপরেইন্ট, মাস্ক ও স্প্রে মেশিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার এসব তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেনের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বাড়াতে বসানো হচ্ছে উপজেলা কম্পাউন্ড ও থানা কম্পাউন্ডসহ বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্য পানি, সাবান ও বেসিন। এছাড়াও লিফলেট বিতরণ ও প্রচার প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রমও চলছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top