সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান লেবুর দাফন সম্পন্ন!

S M Ashraful Azom
সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান লেবুর দাফন সম্পন্ন!

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান লেবুর (৪৮) দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় আইরমারী গ্রামের মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

জানাযা নামাজে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, বকশীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আখতারুজ্জামান,  সাবেক পিপি মাহফুজুর রহমান মন্টু, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর,মরহুমের বড় ভাই মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আফসার আলীসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ অংশ গ্রহণ করেন।

এর আগে ১০ মার্চ ভোরে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান লেবু। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top