ধুনটে করোনা প্রতিরোধে প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

S M Ashraful Azom
0
ধুনটে করোনা প্রতিরোধে প্রস্তুত স্বাস্থ্য বিভাগ
৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধুনট
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভাব্য কোভিড-১৯ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য ৮ সদস্য বিশিষ্ট র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে।

বুধবার সকালের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটির দ্বিতীয় তলায় একটি কক্ষে ২ বেডের আইসোলেশন ইউনিট (সংক্রামক রোগীদের পৃথক ব্যবস্থা) খোলা হয়েছে। যা অন্যান্য রোগীদের থেকে একেবারেই আলাদা ওয়ার্ড। এছাড়াও করোনাভাইরাস মোকাবেলার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পর্যায়ে সচেতেনতামূলক সভা ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

কোভিড-১৯ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবার জন্য গঠিত ৮সদস্যের র‌্যাপিড রেসপন্স টিম লিডারের দায়িত্বে রয়েছেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিব। র‌্যাপিড রেসপন্স টিমে আরো রয়েছেন দু’জন মেডিকেল অফিসার, দু’জন সিনিয়র স্টাফ নার্স, একজন স্যানিটারি ইন্সপেক্টর, ১জন ফার্মাসিষ্ট ও ১জন অফিস সহায়ক।

এছাড়াও করোনাভাইরাস মোকাবেলায় যেকোন তথ্যসেবা দেয়ার জন্য ৫সদস্য বিশিষ্ট আরো একটি কমিটি গঠন করা হয়েছে। করোনাভাইরাস তথ্যসেবা কমিটিতে রয়েছেন ৩জন মেডিকেল অফিসার ও দু’জন সিনিয়র স্টাফ নার্স।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব জানান, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকলে হলে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। নিয়মিত ভালোভাবে হাতের বিভিন্ন অংশ পরিস্কার করতে হবে। বেশী করে পানি পান করতে হবে। অহেতুক ঘুরাঘুরি করা থেকে কিছু দিনের জন্য বিরত থাকতে হবে। বিদেশ থেকে কেউ দেশে ফিরলে অবশ্যই তাকে কমপক্ষে ১৫দিন ঘুরাঘুরি থেকে বিরত থাকতে হবে।

কেউ আক্রান্ত হয়েছে মনে হলে, সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত করবেন। আপনাদের সেবায় আমরা সর্বক্ষণ প্রস্তুুত রয়েছি। করোনা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। নিয়ম অনুযায়ী আমরা যদি সবাই মিলে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করি। আশা করি করোনা আমাদের আক্রান্ত করতে পারবে না।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা জানান, করোনা ভাইরাস মোকাবেলায় ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়টি নিবিড়ভাবে সার্বক্ষনিক পর্যবেক্ষন করা হচ্ছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top