
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সারাবিশ্বে প্রাণঘাতি করোনাভাইরাস মহামারি আকার ধারন করেছে। পুরো বিশ্বই করোনায় আক্রান্ত হয়েছে, বাংলাদেশও হয়েছে। করোনাভাইরাসের জন্য চাল-গম নিয়ে ভোক্তারা যেন আতঙ্কিত না হয়। কোন ব্যবসায়ী বা মিলার এটাকে যদি পুঁজি হিসেবে ব্যবহার করে, বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে; কোন ক্রমেই সরকার চুপচাপ বসে থাকবে না।
বুধবার দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলমান বাজার মনিটরিং বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রকৃত ব্যবসায়ী-মিলারদের উচিত মানবতার প্রশ্নে আরো মানুষের সেবা করা। সেখানে যদি কেউ এটা নিয়ে বাড়তি সুযোগ নেয়ার চেষ্টা করে, খাদ্য মন্ত্রণালয় সে বিষয়ে নজর রাখবে। আমরা আরো মনিটরিং জোরদার করছি।
তিনি বলেন, রোজাকে সামনে রেখে যাতে কোনো প্রকারের অবৈধ ব্যবসা কেউ করতে না পারে আমরা সে ব্যাপারে সচেষ্ট আছি। ভোক্তাদের চিন্তিত হওয়ার কিছু নেই। কেউ মজুদ রেখে কষ্টে ফেলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
পর্যাপ্ত খাদ্য মজুদ আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর অনেক খাদ্য কিনে মজুদ করারও প্রয়োজন নেই। করোনার কারণে খাদ্য সঙ্কট হবে না।
ওএমএসে চাল বিতরণের জন্য মিলারদের চিঠি দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা নিয়ে বাজারে বিক্রি করবে। আমাদের আটা বিক্রয়ও সবসময় চলছে, চলবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন