
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ৬ জনসহ ৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যে ২৫৭ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, জেলার ৯ উপজেলায় মোট ৫৪০ জন বিদেশ ফেরত প্রবাসী এসেছে। এদের মধ্যে ৩২৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়েছে।
সোমবার কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান জানান, যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তারা সকলে সুস্থ রয়েছেন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ১০টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আরো ৪০টি বেড প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নতুন ভবনে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
