ভিড় জমাতে নিষেধ করায় পাঁচবিবিতে পল্লী চিকিৎসকে মারপিট

S M Ashraful Azom
ভিড় জমাতে নিষেধ করায় পাঁচবিবিতে পল্লী চিকিৎসকে মারপিট
মাহফুজ রহমান, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছাতীনালী বাজারে করোনা প্রতিরোধে জনপ্রতিনিধিদের সাবান ও বিøসিং পাউডার বিতরণের সময় ভিড় জমাতে নিষেধ করায় মারপিটের স্বীকার হয়েছেন সাজেদুর রহমান নামে এক পল্লী চিকিৎসক। এ ঘটনায় তিনি পাঁচবিবি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সাজেদুর রহমান ছাতীনালী গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রউফের ছেলে। এসময় ছেলে সাজেদুরকে বাঁচাতে গিয়ে মারপিটের স্বীকার হন বাবা মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

অভিযোগে জানা যায়, গত শুক্রবার পাঁচবিবি উপজেলার ছাতীনালী বাজার এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিরা করোনা প্রতিরোধে সাবান ও বিøসিং পাউডার বিতরণ করছিল। তখন স্থানীয় অনেক লোকজন সেখানে ভিড় জমায়। এসময় পল্লী চিকিৎসক সাজেদুর রহমান তাদের ভিড় করতে নিষেধ করলে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে মারপিট শুরু করে। তখন গুরুতর আহত অবস্থায় সাজেদুরকে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

ভুক্তভোগী সাজেদুর রহমান বলেন, করোনা প্রতিরোধে ভাইরাস প্রতিরোধে ছাতীনালী বাজারে স্থানীয় জনপ্রতিনিধিরা সাবান ও বিøসিং পাউডার বিতরণ করছিল। এসময় অনেকেই সরকারের নির্দেশ অমান্য করে ভিড় করছিল। আমি শুধু তাদের ভিড় করতে নিষেধ করায় তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে হামলা করেছে। আমি এই হামলাকারীদের বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য সেকেন্দার আলী জানান, আমরা করোনা ভাইরাস প্রতিরোধে ছাতীনালী বাজারে সাবান ও বিøসিং পাউডার বিতরণ করছিলাম। তখন অনেক মানুষ সেখানে ভিড় করছিল। এসময় সাজেদুর তাদের ভিড় করতে নিষেধ করলে কয়েকজন ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও নিউজ

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top