জামালপুরের যৌনপল্লী লকডাউন

S M Ashraful Azom
জামালপুরের যৌনপল্লী লকডাউন
জামালপুরের রাণীগঞ্জ যৌনপল্লী লকডাউন করে দেয় প্রশাসন
জামালপুর প্রতিনিধি: জামালপুরে রানীগঞ্জ যৌনপল্লী একমাসের জন্য লকডাউন করা হয়েছে। করোনা প্রতিরোধে জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক রবিবার থেকে একমাস লকডাউন থাকার ঘোষণা করা হয়।

রোববার দুপুরে জামালপুর পৌরমেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে রানীগঞ্জ যৌনপল্লী লকডাউন ঘোষণা দেয়া হয়।

জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এনামুল হক বলেন, লকডাউন থাকাকালীন যৌনকর্মীদের জনপ্রতি দৈনিক এককেজি করে মোট ৩০ কেজি চাল দেয়া হবে। তাদের বাড়িভাড়া, এনজিও কিস্তি, বিদ্যুৎ, ডিস ও পানির বিল মওকুফের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। যৌনকর্মীদের পাশে দাঁড়াতে বিত্তবানদের অনুরোধ জানিয়েছেন।

জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি বলেন, রাণীগঞ্জ যৌনপল্লীতে ৫০ জন বৃদ্ধা, ৯৭ জন সক্রিয় যৌনকর্মী ও দুইজন পাহারাদার রয়েছেন। লকডাউন থাকাকালীন তাদের প্রত্যেককে জনপ্রতি ৩০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।#



 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top