
প্রিয় খুলনাবাসী,
আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস প্রতিরোধে খুলনাবাসীকে বিসিবির পরিচালক শেখ সোহেলের বার্তা
আপনারা জানেন, করোনা ভাইরাস একটা বড় ধরনের মহামারি রূপ ধারণ করে ছড়িয়ে পড়েছে সমগ্র পৃথিবীতে । এই মহাবিপদ মোকাবেলা করতে আমাদের সবচেয়ে বড় প্রয়োজনীয় হাতিয়ার ধৈর্য এবং কোনো প্রকার আতঙ্কিত না হয়ে আমাদের সতর্ক ও সচেতন হতে হবে । আমাদের সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
মনে রাখবেন সরকার সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে। করোনা প্রতিরোধে তার কোনো বিকল্প নেই।
তাই আপনাদের কাছে আমার আহবান,
★জরুরী প্রয়োজন ছাড়া আপনারা কোনো প্রকার ঘর থেকে বের হবেন না।
★ ঘন ঘন সাবান দিয়ে দুই হাত কম পক্ষে ২০ সেকেন্ড পরিষ্কার করুন।
★যেখানে সেখানে কফ ও থুথু ফেলবেন না।
★হাত দিয়ে নাক, মুখ ও চোখ স্পর্শ করবেন না।
★হাঁছি ও কাশির দেওয়ার সময় টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলুন।
★কারো মধ্যে করোনার বিন্দু মাত্র লক্ষণ দেখা দিলে হটলাইনের ১৬২৬৩ বা ৩৩৩ নম্বরে ফোন করে সাহায্য চাইবেন।
এই বিপর্যয়ের সময় নিম্ন আয়ের যে মানুষগুলো কষ্টের মধ্যে দিয়ে জীবন জাপন করছেন, আমি আমার সাধ্য অনুযায়ী তাদের সহোযোগিতা করব ইনশাআল্লাহ।
