শেরপুরে বিনামুল্যের বিতরণ যোগ্য প্রায় ছয় লক্ষ টাকার ওষুধ উদ্ধার

S M Ashraful Azom
শেরপুরে বিনামুল্যের বিতরণ যোগ্য প্রায় ছয় লক্ষ টাকার ওষুধ উদ্ধার

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: করোনা ইস্যুতে পরিস্কার পরিছন্নতা অভিযান করতে গিয়ে শেরপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্টোর রুম থেকে আনুমানিক ৬ লক্ষ টাকার বিনা মূল্যের বিতরণযোগ্য ওষুধ উদ্ধার করেছে ওই অফিসে কর্মরত মেডিক্যাল অফিসার ডা.শারমিন রহমান ওমি সহ অন্যান্য স্টাফরা।

আজ সোমবার উদ্ধারের এ ঘটনা ঘটে। কর্মরত ওই ডাক্তার ও স্টাফদের দাবী ওই কেন্দ্রের ব্যবস্থাপক ড.মুস্তাফিজুর রহমান কয়েক বছর ধরে ওটি না করে, সাধারণ রোগীদের ওষুধ না দিয়ে ওই ওষধগুলো সংরক্ষণ করেছেন।

অন্যদিকে অভিযুক্ত ওই কেন্দ্র ব্যবস্থাপক জানান, ওই ওষুধগুলো মা ও শিশু কল্যানের ওষুধ না ।ওই ওষুধগুলো পরিবার পরিকল্পনা সদর অফিসের। দীর্ঘদিন জনবল সংকটের কারণে সিজার না হওয়ায় এবং এই জাতীয় রোগী না পাওয়ায় ওষুধগুলো জমে গেছে।

আমরা শ্রীঘ্রই এই ওষুধগুলো কমিটির মাধ্যমে নষ্ট করার ব্যবস্থা গ্রহন করবো। তবে পরিবার পরিকল্পনার উপ পরিচালক পিযুস চন্দ্র সূত্রধর বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top