
স্টাফ রিপোর্টার: জামালপুরের বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নের নতুন টুপকার চর দশানী নদীতে ভেসে থাকা এক অজ্ঞাত যুবক (৩৫) মরদেহ উদ্ধার করা করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দশানী নদীর গয়নাঘাট এলাকায় লাশটি ভেসে ওঠায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, তারপর বকশীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি তাদের হেফাজতে নেয়। ধারনা করা হচ্ছে ৪-৫ দিন আগে তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। মরদেহটি ফুলে যাওয়ায় কেউ শনাক্ত করতে পারেন নি।। মৃতদেহ ভেসে উঠার খবরে আশপাশের কয়েক গ্রামের মানুষ তা দেখতে ভীড় জমায়।
উদ্ধারকৃত মৃতদেহটির মুখমন্ডল ছিল বিকৃত এবং পড়নে ছিল নিল রংয়ের জিন্সের পেন্ট এবং কালো গেঞ্জি।
বকশীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে মারা গেছে তা ময়না তদন্তের পর জানা যাবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।