
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নতুন শিক্ষা কারিকুলাম পরিমার্জন করা হচ্ছে। এ কারিকুলামে অচল কোনো নোট কিংবা গাইড বই থাকবে না। এগুলো কেনার জন্য কোনো শিক্ষার্থীকে চাপ প্রয়োগ করা যাবে না।
বৃহস্পতিবার দুপুরে পুরানবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীতে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হলে একাদশ শ্রেণির আগ পর্যন্ত ভিন্ন বিভাগ থাকবে না।
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ডিজি ড. সৈয়দ মো. গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।