১৯ হাজার শিশুর কণ্ঠে ধ্বনিত হলো ‘ঐতিহাসিক ভাষণ’

S M Ashraful Azom
0
১৯ হাজার শিশুর কণ্ঠে ধ্বনিত হলো ‘ঐতিহাসিক ভাষণ’
সেবা ডেস্ক: ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে খুলনায় ১৯ হাজার ২০০ শিশুর কণ্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। ১২৮ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
শনিবার বিকেলে খুলনা স্টেডিয়ামে এর আয়োজন করে জেলা প্রশাসন। এর আগে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ভাষণ শেষে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার শিক্ষার্থীদের শপথ করান বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

এ সময় ১৯৭১ সালে ৭ মার্চে ঢাকা রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) উপস্থিত থাকা ও বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর এমন আটজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

তারা হলেন- বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু।

খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, খুলনা-৬ আসনের এমপি আকতারুজ্জামান বাবু, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, সাবেক সিনিয়র সচিব মো. আবদুস সামাদ প্রমুখ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top