করোনা থেকে গ্রামকে বাঁচাতে, গাছের ডালে সাত জনের কোয়ারেন্টাইন

S M Ashraful Azom
করোনা থেকে গ্রামকে বাঁচাতে, গাছের ডালে সাত জনের কোয়ারেন্টাইন
সেবা ডেস্ক: প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কোয়ারেন্টাইনের জন্য গাছ বেছে নিলেন সাত যুবক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়ার বলরামপুর থানার অযোধ্যা পাহাড় লাগোয়া ভাঙ্গিডিহ গ্রামে এমন ঘটনা ঘটেছে। লকডাউনের কারণে চেন্নাই থেকে সোমবার গ্রামে ফেরা সাত আদিবাসী শ্রমিক নিজেদেরকে ট্রি কোয়ারেন্টাইনে রেখেছেন।

জানা গেছে, গ্রামে তাদের এক কামরার মাটির ঘর থাকলেও পরিবারের সংক্রমণের কথা চিন্তা করেই তারা স্বেচ্ছায় গাছেই রয়েছেন। গ্রামের বাইরের একটি বট গাছ ও দুইটি আমগাছে তারা কোয়ারেন্টাইনে রয়েছেন। গাছের ডালের মধ্যে তারা খাটিয়া পেতে মশারি টাঙিয়ে দিন কাটাচ্ছেন। তাদের পরিবারের সদস্যরা রান্না করে গাছের নীচে রেখে যান। তারা খাবার খেয়ে বাসনপত্র ধুয়ে রেখে দেন।

তাদের একজন বিজয় সিংহ জানান, শনিবার চেন্নাই থেকে ট্রেনে চেপে রবিবার খড়গপুরে ফিরি। ডাক্তাররা তাদের দেহে করোনার কোনো লক্ষণ পাননি। তবে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের পরামর্শ দিয়েছিলেন। সেকারণেই সোমবার গ্রামে ফিরলেও গ্রামের ভিতরে প্রবেশ করেননি বলে জানান তিনি।

দলের আরেকজন বিজয় সিং সর্দার জানান, বন্ধুদের মাধ্যমে সাতটি খাটিয়া ও মশারি যোগাড় করেছি। হাতির হানার ভয়ে গাছের ডালে কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছি।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top