
সেবা ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা।
মুজিববর্ষের কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
শুক্রবার দুপুরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করেন তারা। এরপর বঙ্গবন্ধু ভবনের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি।
এ সময় গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা, এসপি মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা ও দায়রা জজ অমিত কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।