গাইবান্ধায় চোরাই সন্দেহে ১৩ গরু উদ্ধার

S M Ashraful Azom
গাইবান্ধায় চোরাই সন্দেহে ১৩ গরু উদ্ধার
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কাশদহ গ্রাম থেকে শুক্রবার রাতে ১৩টি দেশি বিদেশী জাতের গরু চোরাই সন্দেহে আটক করা হয়েছে। কাশদহ এলাকার গরু ব্যবসায়ি আবদুর রহমান রাজা বেপারীর বাড়ি থেকে ওইসব গরু উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও সদর থানা সূত্রে জানা গেছে, পাশ^বর্তী এলাকার জনৈক ব্যক্তির গরু চুরির অভিযোগের প্রেক্ষিতে সদর থানা পুলিশ শুক্রবার রাতে গরু ব্যবসায়ি আবদুর রহমান রাজার বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়িতে রাখা ১৩টি বিভিন্ন আকারের দেশি বিদেশী জাতের গরু উদ্ধার করে। পরে গরুগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় রেখে দেওয়া হয়। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ উদ্দিন সাংবাদিকদের জানান, চোরাই সন্দেহে আটক করা গরুগুলো বর্তমানে ইউনিয়ন পরিষদের জিম্মায় রয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার সাংবাদিকদের বলেন, এব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চুরির বিষয়টি প্রমাণ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top