দেওয়ানগঞ্জে ফেসবুক গ্রুপ “প্রিয় হারুয়াবাড়ী”র করোনা কার্যক্রম

S M Ashraful Azom
দেওয়ানগঞ্জে ফেসবুক গ্রুপ  “প্রিয় হারুয়াবাড়ী”র  করোনা কার্যক্রম
মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: আজ শনিবার ৪ এপ্রিল "প্রিয় হারুয়াবাড়ী" (ফেসবুক গ্রুপ) কর্তৃক  মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী এলাকার মেইন রাস্তা, অলিগলি ও  চলতি যানবাহনে ব্লিচিং পাউডার মেশানো জীবানুনাশক স্প্রে করাসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মানুষকে করোনা ভাইরাস বিষয়ে সচেতন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উক্ত কাজের প্রধান উদ্যোক্তা, প্রিয় হারুয়াবাড়ী  ফেসবুক গ্রুপের এডমিন আসলাম হোসেন আকন্দ, সাথে ছিলেন অন্যান্য এডমিনদের মধ্যে  ফরহাদ রুবেল,  ফরিদুল ইসলাম,  রায়হান, নয়ন, সামিউল হক, মাইদুল হক প্রমুখ।

প্রিয় হারুয়াবাড়ী ফেসবুক গ্রুপের পক্ষ থেকে  সকলকে বাড়িতে নিরাপদে থাকার আহবান করেন। অতি প্রয়োজনে বাহিরে বের হলে মাস্ক পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার জন্য পরামর্শ দেন।

১নং ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ বলেন, ডিসি এবং  ইউএনও মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের প্রতিটি বাজারের দোকান পাট (খাদ্যদ্রব্য ও ঔষধের দোকান ব্যতীত) বন্ধ রাখা  হয়েছে। মানুষকে সচেতন করা হয়েছে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, প্রিয় হারুয়াবাড়ী ফেসবুক কর্তৃক আয়োজিত জীবানুনাশক স্প্রে ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে মানুষকে সচেতন করতেছেন, এজন্য আমার এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। তাদের এই সামাজিক সেবা মুলক কাজের জন্য আবারও অন্তর থেকে দোয়া করি এবং তাদের দেখে সকল ফেসবুক গ্রুপ সহ অন্যান্য সংগঠন গুলোকে এই কাজ করার জন্য আহবান করছি।

এডমিন আসলাম হোসেন আকন্দ বলেন, আমাদের প্রিয় হারুয়াবাড়ী  ফেসবুক গ্রুপের কার্যক্রম দেখে সবাই শিখবে, আমাদের গ্রুপের পাশাপাশি অন্যান্য গ্রুপ গুলো সচেতনতামূলক কাজগুলো করবে বলে আমি বিশ্বাস করি।

 উক্ত এলাকার আবুল হোসেন  নামের এক  ভদ্রলোক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রিয় হারুয়াবাড়ী ফেসবুক গ্রুপের পক্ষ থেকে যে কার্যক্রম করতেছে তাহা খুবই ভালো কাজ। এ রকম সচেতনতামূলক কাজ করার জন্য অন্যান্য গ্রুপ সহ সকলের এগিয়ে আসা প্রয়োজন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top