
রফিকুল আলম, ধুনট (বগুড়া): ঢাকার একটি বেসরকারি ক্লিনিক থেকে পালিয়ে বগুড়া ধুনট উপজেলায় নিজ এলাকায় আসা এক নার্সের বাড়ি লকডাউন ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন। শুক্রবার সকাল থেকে ওই নার্সের বাড়িতে লাল নিশান টানিয়ে সেখানে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের বেলকুচি মধ্যপাড়া গ্রামের এক নার্স ঢাকায় একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে তিনি বৃহস্পতিবার ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়িতে আসেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা জানান, ঢাকায় একটি ক্লিনিকে মেয়েটি নার্সের চাকরী করেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজ বাড়িতে এসেছেন। এ জন্য তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। ওই বাড়িটি লক ডাউন ঘোষনা করে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।