কালিয়াকৈরের আটাবহ ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
কালিয়াকৈরের আটাবহ ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ
ফয়জুর রহমান, গাজীপুর প্রতিনিধি: কোভিড ১৯ করোনার প্রভাবে মানবেতর জীবনযাপন করছে  নিম্ন আয়ের মানুষেরা। এই অসহায় মানুষদের সহযোগিতার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে খাদ্য বিতরণ কর্মসূচি চলছে প্রতিনিয়ত।

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সহযোগীতায় আজ শনিবার ইউনিয়নের বিভিন্ন জায়গায়  ৯০০ হতদরিদ্র দিনমজুর, কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

হিজলহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড.আ.ক.ম.মোজাম্মেল হক এম.পি।

অন্যান্য জনের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, আটাবহ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা  অলু, সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম,  গাজীপুর জেলা পরিষদের সদস্য ফালাক হোসেন মৃধা, আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহান শাহরিয়ার হিমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় মন্ত্রী মহোদয় বলেন, এ মহামারিতে সারাদেশে সরকারিভাবে ত্রানসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। এ সংকটাপন্ন অবস্থায় কোনো মানুষ রোজগার করতে পারছে না। তাই কর্মমূখী ও খেটে খাওয়া মানুষগুলোকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাদের কষ্ট লাগব করতে সরকারিভাবে এ কার্যক্রম চলমান থাকবে।

তিনি উপস্থিত জনগণকে এ ভাইরাসের সংক্রমণ  প্রতিরোধে সচেতন থাকারও আহবান জানান।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top