দেওয়ানগঞ্জে কর্মহীনদের মাঝে আ’লীগনেতা জুয়েলের ত্রাণ বিতরন

S M Ashraful Azom
দেওয়ানগঞ্জে কর্মহীনদের মাঝে আ’লীগনেতা জুয়েলের ত্রাণ বিতরন

সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন রিকশা-ভ্যানচালক, হোটেল, সেলুন শ্রমিকসহ অসহায় দরিদ্র ২০০ পরিবারের মাঝে নিজ অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী জুয়েল।

১৩ এপ্রিল রাতে তিনি পৌর শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু বিতরণ করেন।

বিতরণের সময় নূরে আলম সিদ্দিকী জুয়েল বলেন, করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন হোন। বাড়ির বাইরে না গিয়ে সবাই নিজ নিজ ঘরে থাকবেন। আপনাদের খাবার যা কিছু প্রয়োজন আমরা দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ বরাদ্দ করেছেন। তা উপজেলা প্রশাসন ও পৌরসভার মাধ্যমে ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেছেন সরকার। তাই এ দুর্যোগ সময় কোন হতাশ না হয়ে সচেতন হোন।

এ সময় পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top