জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে করোনা সঙ্কটে ১৩৫টি পরিবারে চাউল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গাইবান্ধা ইউনিয়ন পরিষদ থেকে সরকারি বরাদ্দের ওই চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণের তদারকি করেনে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মামুনুর রশিদ মামুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব সৈয়দ ফিরোজুল আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কে. দোলন বিশ্বাস, ইউপি প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ইউপি সদস্য ইদ্রিস আলী ও এলাহি প্রমুখ।
গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, মরণব্যাধি করোনা ভাইরাস সঙ্কট নিরসনকল্পে ইউনিয়নের ১৩৫টি দুস্থ পরিবারে মাথাপিছু ১০ কেজি সরকারি বরাদ্দের চাউল বিতরণ করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, মহামারী করোনা সঙ্কটে বিশেষ করে নিন্ম ও মধ্যবিত্ত পরিবারে বিরাজ করছে অভাব-অনটন। বিতরণকৃত চাউল প্রয়োজনের তুলনায় একাবারে অপ্রতুল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেনো অতিদ্রæত এ ইউনিয়নে চাহিদা মাফিক বরাদ্দ দিতে পদক্ষেপ গ্রহণ করেন।