ব্যক্তিগতভাবে ত্রাণ দিতে চাইলে, পুলিশকে জানাতে হবে

S M Ashraful Azom
ব্যক্তিগতভাবে ত্রাণ দিতে চাইলে, পুলিশকে জানাতে হবে
সেবা ডেস্ক: প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় অনেকেই অসহায়-দরিদ্রদের সাহায্য-সহযোগিতা করছেন। এর ফলে অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় থাকছে না। তাই এখন থেকে কেউ ব্যক্তিগতভাবে কাউকে নিত্য প্রয়োজনীয় সেবা ও সাহায্য দিতে চাইলে পুলিশকে অবহিত করতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় সেবা ও সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। দাঁড়াচ্ছে সেবাধর্মী অনেক প্রতিষ্ঠানও। খাদ্য ও সেবা বিতরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই লোক সমাগমের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং সোশ্যাল ডিসটেন্সিং এর নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না যা বর্তমান প্রেক্ষিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই যে কোনো প্রকার ত্রাণ ও সেবা বিতরণমূলক কাজের ক্ষেত্রে আগেভাগেই প্রশাসন ও পুলিশকে অবগত করে প্রয়োজনীয় সহযোগিতা নিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top