জামালপুর সংবাদদাতা: জামালপুর জেলাকে লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্টের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ দেখা দিলে বুধবার সকালে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্বাস্থ্য বিভাগ।
জামালপুরের সিভিল সার্জন ডা: আবু সাঈদ মো: মাহবুবুর রহমান জানান, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে আজ সকালে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সন্ধ্যায় ওই ব্যক্তির সংগ্রহিত নমুনার রিপোর্টে পজেটিভ আসে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের একটি কক্ষে বসবাস করে।
তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের আইসোলেশনে নিয়ে আসা হচ্ছে। এর আগে গত রবিবার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে ঢাকা ফেরত এক যুবকের শরীরে করোনা সংক্রমন ধরা পড়ে।