স্টাফ রিপোর্টার: করোনার কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বর্তমান সরকার একের পর এক সহায়তার হাত বাড়িয়েছেন।
তারই ধারাবাহিকতায় কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে ২৬৫ টি সুবিধা ভোগী পরিবার পেল ভিজিডি' র ৩০ কেজি করে চাল।
নয়টি ওয়ার্ডের সুবিধাভোগীরা এই চাল পেয়েছেন। শুক্রবার দ্বিতীয় দিনের মতো ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।
তিনি জানান, "ইউনিয়নের নয় টি ওয়ার্ডকে তিন ভাগে ভাগ করে তিন দিন বিতরণ করা হবে। এতে করে একজনও যেন বাদ না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।”
প্রথম ধাপে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড, শুক্রবার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে বিতরণ করা হয়েছে এবং শনিবার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝে ভিজিডি' র ৩০ কেজি করে পুষ্টি চাল বিতরণ করা হবে।"