
মো. শাহ্ জামাল, জামালপুর: জামালপুরে শতাধিক ইয়াবাসহ ১জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি’র প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ, ২ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাংগা বিওপি’র হাবিলদার মোঃ আব্দুল মমিনের নেতৃত্বে বিজিবির টহলদল গাছবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোঃ আব্দুল বারেক (৩৫)কে ১০২ পিস ইয়াবাসহ আটক করে।
এ সময় তার কাছ থেকে ১৯৫০ টাকা জব্দ করা হয়। আব্দুল বারেক রৌমারীর ধোনতলা গ্রামের তছর আলীর ছেলে। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৩২,৫৫০ টাকা। আটককৃতকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।
