করোনা টেস্টে সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা

S M Ashraful Azom
করোনা টেস্টে সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা

সেবা ডেস্ক: সাংবাদিকদের কারো করোনা সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হলে তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ সোমবার দুপুরে  এ তথ্য নিশ্চিত করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, আমাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা আছে। যদি কোনো সাংবাদিকের এ সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হয় তারা যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।


হাছান মাহমুদ বলেন, জরুরি সেবা নিশ্চিত করতে সাংবাদিকরা দিনরাত কাজ করে যাচ্ছেন। সেই সংগে সকল গণমাধ্যম কার্যালয়ে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সরবরাহ করারও আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top