
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ছাইয়ের স্তুপ থেকে অগ্নিকান্ডে এক কৃষকের ঘর পুড়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নান্দিয়ারপাড়া গ্রামের মফিজ সাকিদারের ছেলে সাইফুল ইসলাম একজন প্রান্তিক কৃষক। বৃহস্পতিবার দুপুরের দিকে তার একমাত্র ঘরের পাশে থাকা ছাইয়ের স্তুপ থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষনিক ভাবে ঘরের আসবাবপত্র, ধান, চাল ও ২টি গরুসহ বিভিন্ন সামগ্রী পুড়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
উপজেলার নিমগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। তবে ঘটনাস্থলে পৌছার আগেই কৃষকের টিনের তৈরী ঘরটি আগুনে পুড়ে ক্ষতি হয়েছে।#
